কচাকাটা ইউনিয়নের পূর্বে ভারতের আসাম প্রদেশ । পশ্চিমে কেদার ও বল্লভের খাষ ইউনিয়ন । উত্তরে কেদার ও ভারত । দক্ষিনে নারায়নপুর ইউনিয়ন। দেশের যে কোন প্রান্ত হতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাস স্ট্যান্ড হইতে সোজা পূর্ব দিকে ওয়াবদা বাজারের উত্তরে আয়নালের ঘাট পার হয়ে পূর্ব দিকে কচাকাটা বাজার । কচাকাটা বাজারের দক্ষিনে ঐতিহ্যবাহীকচাকাটা ডিগ্রী কলেজের পাশ দিয়ে পূর্ব দিকে ৩ কিলোমিটার দুরে নায়কের হাট বাজার না যেতেই ২০০গজ আগেই সুদৃশ্যমান দ্বিতীয় তলা বিশিষ্ট ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস