কচাকাটা ইউনিয়নে মোট জমির পরিমান=২৬২৬ হেক্টর। কচাকাটা মৌজায় =১০০৫ হেঃ,ইন্দ্রগড় মৌজায়=৫৬৪ হেঃ,ধনিরামপুর মেৌজায়=১০৫৭হেঃ। মোট আবাদী =১৬০০/১৭০০হেঃ আবাদী জমির ফসল বন্যার পানির নিচে। প্রায় তিন হাজার বাড়ী ঘর পানি বন্দী অবস্হায় আছে। রাস্তা ঘাট বন্যার পানির নিচে। নেৌকা ছাড়া চলাচল অচল হয়ে পড়েছে। কচাকাটা ইউনিয়নের একমাত্র প্রধান রাস্তা কচাকাটা ডিগ্রী কলেজ যাওয়ার পথে সংকোষ নদীর উপর নির্মিত সেতুটি হুমকির মুখে। সেতুর উপর দিয়ে খুব শীঘ্রই যাতায়াত বন্ধ হওয়ার আশংকা রয়েছে। সেতুটির প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা না হইলে কচাকাটা ইউনিয়ন বাসীকে চরম দুঃখ দুর্দশায় ভুগিতে হইবে। ইতিমধ্যেই তিন ও চার চাকার গাড়ী চলাচল বন্ধ হইয়া গিয়াছে। কচাকাটা ইউনিয়নে সম্পূর্ন আবাদী ফসল পানিতে ডুবে আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস