অদ্য ০৬-০৪-২০১৫ ইং রোজ সোমবার সকাল ৯.৪০ মিনিটে ১৫নং কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কচাকাটা ইউনিয়নের নায়কের হাট বাজার হইতে ঝিন্জিরাবালা যাওয়ার রাস্তায় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা আজ সমাধান করলেন । প্রকাশ থাকে যে, অত্র ১৫নং কচাকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিন্জিরাবালা নামক গ্রামটির জনসাধারন জন্ম লগ্ন থেকে রাস্তা ঘাটের সমস্যায় নিমজ্জিত । স্কুলের ছাত্র ছাত্রীরা একটু বৃষ্টিপাত এ বন্যার সময় জীবনের ঝুঁকি লইয়া বিদ্যালয়ে আসতে হয় । শুধু তাই নয় এলাকার জনসাধারনের হাট-বাজার ঠিকমত করতে পারেনা । তাই আজ ১৫নং কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সকল বাধা বিপত্তি পেরিয়ে এলজিএসপি- এর অর্থায়নে ৪০ফিট দৈর্ঘ্য ও ৮ফিট প্রস্হের একটি ব্রীজ নির্মান কাজ শুরু করলেন । উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তার রাজনৈতিক স্বার্থে নয় বরং তার এলাকার একটি মাইল ফলক উন্নয়নের ধারার প্রচার করলেন । যদিও তিনি ঐ এলাকার খুবই নগন্য ভোট পান তারপরও তিনি ভোটের চিন্তাধারা না করে ঐ এলাকার জনসাধারন সহ ছাত্র ছাত্রীদের লেখাপড়ার য়োগায়োগের কষ্ট না হয় । উক্ত ব্রীজটি উদ্বোধন কালে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল ইউপি সদস্যগণ ও এলাকার বিপুল সংখ্যক জনতা উপস্হিত ছিলেন । চেয়ারম্যান মহোদয় সাহেব শুধু ব্রীজ উদ্বোধনই করেননি সাথে প্রয়োজনীয় মালামাল ও লেবার মিস্ত্র্রী কাজে লাগিয়ে দিয়েছেন । এবং খুবই দ্রুতগতিতে কাজ সম্পন্ন করবেন বলে চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন । উক্ত ব্রীজটির নির্মান কাজ শুরু হওয়ায় এরাকায় চাঞ্চ্যকর জনসাধারনের মূখে হাসি ফুটে উঠেছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস